![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/04/19/og/183539kalerkantho_jpg.jpg)
জমি নিয়ে দ্বন্দ্ব : বাড়িতে ঢুকতেই ভাতিজাকে কুপিয়েছে চাচা!
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একা পেয়ে মো. সাজেদ নামে এক তরুণের মাথায় কুপিয়ে জখম করা হয়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) যোহরের নামাজ শেষে বাড়িতে ঢুকতেই তার আপন দুই চাচা মাহমুদ বিন সুলতান ও জিয়া উদ্দিন মুজাহিদ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে সাজেদকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই মো. শাকেরও তাদের পিটুনির শিকার হন।