কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রায়েরবাজার কবরস্থান: দীর্ঘ হচ্ছে কবরের সারি

ডেইলি স্টার রায়ের বাজার প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৬:১৮

করোনা সংক্রমণে মৃত্যু বাড়তে থাকায় রাজধানীর করোনা ডেডিকেটেড একমাত্র কবরস্থান রায়েরবাজারে বাড়ছে কবরের সংখ্যা। চলতি মাসের দুই সপ্তাহে এখানে দাফন করা হয়েছে একশোরও বেশি মৃতদেহ।


কবরস্থানের একজন কর্মকর্তা জানান, গত মাসে এখানে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মরদেহ দাফন করা হয়েছিল।


তিনি বলেন, দাফনের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে অগ্রিম কবর খুঁড়ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে।


করোনাভাইরাসে গতকাল রবিবার ১০২ জন মারা যান, যা গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।


কবরাস্থানের তত্ত্বাবধায়ক আবদুল আজিজ দ্য ডেইলি স্টারকে গত শুক্রবার বলেন, মরদেহের সংখ্যা বেড়ে যাওয়ায় ডিএনসিসির খননযন্ত্র দিয়ে গত রবিবার ৩০টি এবং গত বৃহস্পতিবার আরও ৩০টি কবর খোঁড়া হয়েছে।


কবরস্থানে লাশের মিছিল; খোঁড়া হচ্ছে আগাম কবর; সামনে ভয়ঙ্কর বিপদ


করোনায় মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল এক মাসে দেড় হাজারের বেশি প্রাণহানি হয়েছে। হাসপাতালের পর এখন চাপ বেড়েছে কবরস্থানগুলোতেও। মৃতদেহের দাফন-সৎকারে ব্যস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও যেন হাঁপিয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে আগাম কবর খুঁড়ে রাখতে বাধ্য হচ্ছেন গোরখোদকরা।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিয়মনীতি না মানলে সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ।


চালু হলো দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল


রাজধানী ঢাকার মহাখালীতে চালু হলো দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল। রোববার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটির উদ্বোধন করেন।


করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ৫০ শয্যার আইসিইউ সুবিধাসহ আংশিকভাবে চালু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, দক্ষ জনবল নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করে আগামী ২৯ এপ্রিলের মধ্যে এটিকে পূর্ণাঙ্গভাবে চালানো সম্ভব হবে।


২৪ ঘণ্টায় রেকর্ড ১০২ জনের মৃত্যু


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১৮ এপ্রিল) ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।


একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও