পাঁচতলার বারান্দায় হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে পাঁচ তরুণী। তারা চিৎকার করে বলছেন, বকেয়া বেতন পাচ্ছেন না। সে কারণে আত্মহত্যা করতে চান। তাদের কথা শনে পাড়ার লোকজন বলছেন, বারান্দার ওই বিপজ্জক জায়গায় না দাঁড়িয়ে থেকে নেমে আসতে।
তবে তরুণীরা নিজেদের সিদ্ধান্তে অনড়। তারা বারবার বলছেন, কারো কথা শুনবেন না। বকেয়া বেতন না পেলে উপর থেকে ঝাঁপ দেবেন।