নিজগৃহে 'পরবাসী' দৃষ্টি প্রতিবন্ধী শান্ত!
'আমারে কইছে ঘর দিমু। তুই মাটি কাইটা দে। আমি মাটি কাইটা দিছি। পানি দিছি। মেলা কষ্ট করছি। চেয়ারম্যান,মেম্বাররাও কইছে তোর লাইগা সুপারিশ করছি। তোরে ঘর দেবো। পাকা ঘর অইলো। আমারে দিলো না। অহন মানষের বাড়িতে থাহি।' কথাগুলো বলেছিল শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গড়ের বাজারের পাশে খামারবাড়ির দৃষ্টি প্রতিবন্ধী শান্ত (১৪) নামে এক শিশু।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দৃষ্টি প্রতিবন্ধী
- শিশু
- পরবাসী
- ঘরবাড়ি