করোনার চিকিৎসায় দিশেহারা, বাংলাদেশ থেকে রেমিডেসিভির কিনতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ভারতজুড়ে। বর্তমানে বিশ্বের করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। রবিবারও দেশটিতে ২ লাখ ৭৮ হাজার মানুষের শরীরের মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব।
এমন অবস্থায় প্রাণঘাতী এই ভাইরাসের চিকিৎসায় দিশেহারা হয়ে পড়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার। এ সংকট সমাধানে বাংলাদেশ থেকে ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এজন্য তিনি দেশটির কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে ইতোমধ্যে একটি চিঠিও দিয়েছেন।