You have reached your daily news limit

Please log in to continue


মর্গ্যানের জায়গায় কোহলী-রোহিতরা থাকলে সরানোর দাবি উঠত, বলছেন ক্ষুব্ধ গৌতম গম্ভীর

একটা সময় তাঁর অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সে অইন মর্গ্যান খেলেছেন। এহেন বিশ্বকাপ জয়ী ও নাইটদের বর্তমান অধিনায়কের প্রকাশ্যে সমালোচনা করলেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, মর্গ্যানের নিন্দা করতে গিয়ে বিরাট কোহলী ও রোহিত শর্মার প্রসঙ্গও তুলে আনলেন কেকেআর-কে দুবার আইপিএল এনে দেওয়া গম্ভীর।

শেষ দিকে ডিভিলিয়ার্স রুদ্রমূর্তি ধারণ করার আগে ওঁকে আউট করার কোনও পরিকল্পনা নেননি মর্গ্যান। এমনই দাবি করে বসলেন গম্ভীর। তিনি সটান বলে দেন, “রাসেল তো খারাপ বোলিং করেছে, ম্যাচের শেষ দিকে মর্গ্যানও খুব বাজে অধিনায়কত্ব করল। বিরাট ও রোহিত এমন ভুল করলে ওদের সরানোর দাবি উঠত। এই জীবনে সবচেয়ে বোকার মতো অধিনায়কত্ব দেখলাম।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন