বাবুইয়ের জীবনের বাঁকে মানুষের দুঃখরেখা
করোনা মহামারিকালে ইতালির রোম শহরে এবার ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে আতশবাজি পোড়ানোর কারণে শত শত পাখির প্রাণহানি ঘটেছিল। প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ রোম শহরের ওই ঘটনাকে 'গণহত্যা'র সঙ্গে তুলনা করে তীব্র প্রতিবাদ জানায়। নিকট অতীতে ভারতের রাজস্থানের বহুল পরিচিত পর্যটনকেন্দ্র সম্ভর হ্রদে কয়েক হাজার পরিযায়ী পাখির মৃত্যু ঘটে। এর কাছাকাছি সময়ে রাজস্থানেরই আলওয়ার জেলার সাগর হ্রদে আরও কিছু পরিযায়ী পাখির প্রাণহানি ঘটে। দু'দফায় রাজস্থানের এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এত পরিযায়ী পাখির আকস্মিক মৃত্যুকে স্থানীয় অনেকেই 'হত্যাকাণ্ড' বলে দাবি করেন। কিছু পাখির ভিসেরা পাঠানো হয় ভোপালের পরীক্ষাগারে।
- ট্যাগ:
- মতামত
- পাখি
- বন্যপ্রাণী
- বাবুই পাখি