যমদূত হয়ে দাঁড়িয়ে আছে মরা গাছগুলো

জাগো নিউজ ২৪ খুলনা প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১০:২০

খুলনা-যশোর মহাসড়কের আফিলগেট বাইপাস থেকে শুরু করে বাদামতলা পর্যন্ত সড়কের দুই পাশে ২০-২৫টি মড়ক লাগা মরাগাছ বিপজ্জজনক হয়ে উঠেছে। এসব গাছ দীর্ঘদিন যাবত এ অবস্থায় থাকায় ঝড়ে উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতিসহ প্রাণহানীর আশঙ্কা করছেন স্থানীয়রা।


সরেজমিন ঘুরে দেখা গেছে, খুলনা-যশোর মহাসড়কের আফিলগেট বাইপাস, আফিলগেট বাজার, মাত্তমডাঙ্গা ডাক্তারবাড়ী, জাহানাবাদ সেনানিবাস সংলগ্ন, শিরোমণি বাজার তুলাপট্টি ও বাদামতলা মোড়ল প্যালেস সংলগ্ন সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন মেহগনী, শিরিষসহ বিভিন্ন প্রজাতির ২০-২৫টি বৃক্ষ শুকিয়ে গেছে। এসব গাছ সরকারি সম্পদ হওয়ায় ব্যক্তিগত উদ্যোগেও কেউ অপসারণ করতে পারছে না।আবার বনবিভাগও এ নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও