![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdfdfio-20210417172816.jpg)
মাগুরায় চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার
মাগুরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বাই সাইকেল, একটি পাম্প মেশিন ও একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।