করোনায় মারা যাওয়ার ঝুঁকি কার বেশি?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১১:১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই আগে থেকে স্থুলতা ও অসংক্রামক রোগে ভুগছিলেন।  গত মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ হাজার মানুষের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, যারা শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকেন বেশি, কোভিডে তাদের মৃত্যুঝুঁকিও বেশি।


গবেষণায় বলা হয়, শরীরচর্চা একেবারেই করতেন না, এমন কোভিড রোগীদের হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে বেশি। তাদের মৃত্যুর আশঙ্কাও বেশি থাকে।


ধূমপান, স্থূলতা ও দুশ্চিন্তাও কোভিডের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। তবে শারীরিক নিষ্ক্রিয়তা এগুলোর তুলনায় বেশি গুরুতর বলে গবেষণাপত্রে বলা হয়েছে। এর আগে করোনার স্বাস্থ্যঝুঁকির মধ্যে বেশি বয়স, ডায়াবেটিস, স্থূলতা ও হৃদরোগ আলোচিত ছিল। তবে তখনও শুয়ে-বসে থাকার অভ্যাসটি এর মধ্যে ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও