বদলে গেছে বিএসএমএমসি, কী আছে এই মেডিক্যাল কলেজে?
১৯৯২ সালে একটি ৩ তলা ভবন, ছাত্রাবাস ও এমবিবিএস কোর্সের ৫০ শিক্ষার্থী। এই নিয়ে শুরু হয়েছিল ফরিদপুর মেডিকেল কলেজ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সংক্ষেপে বিএসএমএমসি। এরপরই শুরু হয় আসল পরিবর্তন। নামের সঙ্গে বদলে যেতে থাকে কলেজের ভেতরের চিত্রও। দুই বছরের মধ্যে বিএসএমএমসি দেশসেরা মেডিক্যাল কলেজের তালিকায় থাকবে, এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।