![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F06%252F25%252F967573ff4ebc5ed9948f2ce316a7533d-5b3064fbe420c.jpg%3Frect%3D0%252C22%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাংলাদেশি পাসপোর্টের এক ধাপ উন্নতি
প্রথম আলো
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ১৮:৪৩
শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। গত মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শক্তিশালী
- বাংলাদেশি পাসপোর্ট