![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/rajshahi-husband-murder-2104151222.jpg)
বিয়ের ১৮ দিন পর স্বামীকে হত্যা করল কিশোরী স্ত্রী
রাজশাহীর মোহনপুরে বিয়ের ১৮ দিন পর কিশোরী স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কারিমাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ওই উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিষহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ ওই গ্রামের সরকার পাড়ার বয়জুল মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনের সঙ্গে ১৮ দিন আগে একই উপজেলার ধুরইল ইউনিয়নের ভিমনগরের বাসিন্দা কারিমার বিয়ে হয়। মঙ্গলবার রাতে সেহরি খাওয়ার জন্য হারুনকে ডাকতে বলেন তার মা। ওই সময় স্ত্রী কারিমা জানান- হারুনকে পরে সেহরি খাবে।