সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের মালিকানাধীন সংরক্ষিত ব্যাংকারের জায়গায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে জহিরুল ইসলাম (১৭) নামের এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে পড়ে মারা যায় জহিরুল। সে সিলেটের জালালাবাদ থানার মানসিনগর (নোয়াগাঁও) গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে।