![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F903f133b-9efc-41dc-9742-620d61654ed6%252FUntit2.jpg%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চবিতে ভর্তি আবেদনে জটিলতা, সার্ভারে ত্রুটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি আবেদনে জটিলতা সৃষ্টি হয়েছে। ভর্তির অনলাইন সার্ভারে ত্রুটি থাকায় অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করতে পারছেন না। অনেকে আবেদন ফি জমা দেওয়ার পরও অনুমোদন ফর্দ (কনফারমেশন স্লিপ) পাচ্ছেন না। আবার কেউ কেউ আবেদন ফি-ই জমা দিতে পারছেন না।
জটিলতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা কেন্দ্র’, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা ও তথ্য কেন্দ্র’-সহ আরও নানা গ্রুপে স্ট্যাটাস দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জানাচ্ছেন। গত মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা ৩টা পর্যন্ত এসব গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে অন্তত ৫০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী জটিলতার বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন। এসব স্ট্যাটাসের মন্তব্য ঘরেও তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত সার্ভারে ঢুকতে না পারার বিষয়ে লিখছেন।