এলাকার হাঁস-মুরগি রক্ষায় ‘চোর’ বনবিড়াল আটক
বনবিড়ালের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিদিন রাতে এসে হাঁস-মুরগি নিয়ে যাচ্ছিল বনবিড়াল। তবে বিড়ালটিকে কিছুতেই ধরতে পারছিলেন না। এবার আর শেষ রক্ষা হলো না তার। হাঁস-মুরগি রাখার জায়গায় ফাঁদ পেতে তাকে ধরে ফেলেছেন এলাকার এক যুবক।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ এপ্রিল) গভীর রাতে বনবিড়ালটিকে ধরার ব্যবস্থা করেন স্থানীয় একরামুল নামের এক যুবক। স্থানীয়রা জানান, বনবিড়ালটি দীর্ঘদিন ধরে রাতে গ্রামের অনেকের বাড়ির হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল। এমনকি ছাগলকেও কামড় দিয়ে আহত করেছে সে। এলাকাবাসী প্রতিনিয়ত ধাওয়া করেও ধরতে পারছিলেন না। পরে ফাঁদ পেতে বিড়ালটিকে ধরার ব্যবস্থা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যপ্রাণী
- হাঁস-মুরগি
- বনবিড়াল