![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fctg-1-20210413202107.jpg)
লকডাউনের আগের দিন চট্টগ্রামের শপিংমলে জনস্রোত
কঠোর লকডাউন শুরুর একদিন আগে চট্টগ্রাম নগরের সড়ক, বিভিন্ন বাজার, শপিংমল ও ব্যাংকে মানুষের ঢল নেমেছে। সবাই ছুটছেন যার যার প্রয়োজনে। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। কেনাকাটা থেকে শুরু করে সব কাজ সেরে নিতে যেন ব্যস্ততার অন্ত নেই।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সরেজমিন চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক, বাজার, শপিংমল এবং ব্যাংকে ঘুরে এমন চিত্র দেখা গেছে।