কলেজগুলো নিজস্ব ভবনে না গেলে পাঠদানের অনুমতি বাতিল

প্রথম আলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১৩:০৭

ভাড়া বাড়িতে পরিচালিত হয় কিছু উচ্চমাধ্যমিক কলেজ। সেই কলেজগুলোকে জরুরি ভিত্তিতে নিজস্ব ভবনে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। স্বল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে উচ্চমাধ্যমিক কলেজগুলোকে নিজস্ব স্থাপনায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করা হবে বলেও এক নির্দেশনায় বলা হয়েছে।


সব স্কুল–কলেজকে জমির পরিমাণ, বিবরণ, খতিয়ান, নামজারি, জমা খারিজ, জমির দলিল ও দখলের কাগজপত্র হালনাগাদ করে বোর্ডে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকা বোর্ড থেকে সব স্কুল-কলেজে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও