বিটিসিএল পুরোনো পথে, কারসাজি আরেক প্রকল্পে
দেশের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যান্ডউইডথ পৌঁছাতে স্বয়ংক্রিয় ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনের কাজ অনিয়ম, কারসাজি ও বারবার দরপত্র ডাকার চক্করে পড়েছে। এতে প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে প্রকল্প বাস্তবায়নে যুক্ত বিটিসিএল কর্তৃপক্ষ পদে পদে অনিয়ম ও আইনবিধি লঙ্ঘন করে দরপত্র বাতিল করেছে। প্রকল্পটি সরকার অনুমোদন দেয় দুই বছর দুই মাস আগে। মেয়াদ বাকি আর আড়াই মাসের মতো। এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।