এক জেলা থেকে অন্য জেলায় মানুষ ছুটছেন অটোরিকশায়

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১৮:১২

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গণপরিবহণ বন্ধ। কিন্তু জরুরি প্রয়োজনে মানুষের চলাচল বন্ধ নেই। রংপুর অঞ্চলে লোকজনের একমাত্র বাহন হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এক জেলা থেকে অন্য জেলায় যেতে ভেঙে ভেঙে অটোরিকশা পরিবর্তন করে চলাচল করছেন লোকজন।


আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর শহরের মডার্ন মোড় এলাকায় সরেজমিনে দেখা গেল, লোকজন অটোরিকশায় করেই ছুটছে। কেউ বগুড়া, কেউবা গাইবান্ধা, আবার কেউ নাটোর, নওগাঁয়।


যাত্রী ও অটোরিকশার চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, রংপুর থেকে গাইবান্ধা যেতে তিন থেকে চারবার অটোরিকশা পরিবর্তন করতে হচ্ছে। প্রথমে রংপুর থেকে শঠিবাড়ি কিংবা বড়দরগা পর্যন্ত, ভাড়া পড়ছে ১৫০ টাকা। এরপর বড়দরগা থেকে পলাশবাড়ি পর্যন্ত ১০০ টাকা এবং পলাশবাড়ি থেকে গাইবান্ধা পর্যন্ত ১০০ টাকা। অর্থাৎ রংপুর থেকে গাইবান্ধায় যেতে অটোভাড়া পড়ছে ৩৫০ টাকা। কিন্তু বাসের ভাড়া ছিল ১০০ টাকা। বেশি টাকা পড়লেও এভাবেই লোকজন অটোরিকশায় চেপে জরুরি প্রয়োজনে ছুটে চলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও