কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে বার বার স্নান তো করেন? কোন জলে বেশি উপকার মিলবে, জানেন...

এইসময় (ভারত) প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৫

গরম মানেই দিনে দু'বারের বদলে পাঁচ বার স্নান। কিন্তু তাতেও যেন ক্নান্তি কিছুতেই দূর হয় না। তাই এই সময় স্নান করার ঘটাও কিন্তু বেশ। সাবান, ঠান্ডা জল, সুগন্ধী, গোলাপের পাপড়ি... আর এই মন ভরে স্নান করার পর যে স্বর্গীয় অনুভূতি হয়, তা কিন্তু বলে লিখে বোঝানো যায় না।


গরমে ক্লান্তি দূর করতে অনেকক্ষণ ধরে স্নান করার অভ্যাস খারাপ বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷ বেশি সময় ধরে স্নান করলে একজিমার মতো চর্মরোগ হয়৷ গরম কাল হোক বা শীতকাল, স্নান কখনই ১০ মিনিটের বেশি করা উচিত নয়৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও