
মমেক হাসপাতালে আইসিইউ বেডের জন্য হাহাকার
সারাদেশের ন্যায় ময়মনসিংহে বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এতে প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) করোনাভাইরাস আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। খালি নেই ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) বেড। প্রয়োজন হলেও দু-তিনদিন পর মিলছে একটি বেড। আবার অনেকে পাচ্ছেনও না।
খোঁজ নিয়ে জানা গেছে, মমেক হাসপাতালে করোনার রোগী ভর্তি আছে ১৪০ জন। আর আইসিইউ বেড আছে ১০টি। কিন্তু প্রয়োজন হলেও মিলছে না আইসিইউ বেড। একটি বেড পেতে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে রোগীর স্বজনদের।