রাত যত গভীর হয়, ততই বেপরোয়া হয়ে ওঠে বালুখেকোরা
ফরিদপুরের পদ্মা নদীর পাড় ঘেঁষা ধলার মোড় মদনখালী ও সিঅ্যান্ডবি ঘাট এলাকার পদ্মার বুক থেকে রাতভর চলে বালু আহরোণ। রাত যত গভীর হয় ট্রাকের লাইন ততই লম্বা হতে থাকে। নদীর বুকে তখন চলে ৮ থেকে ১০টি ভেকু দিয়ে বালু উত্তোলনের মহোৎসব।
সরোজমিনে রাত ১০টার দিকে গিয়ে দেখা যায়, ভেকুগুলো একের পর এক ট্রাকগুলো ভর্তি করছে বালু দিয়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বালু উত্তোলন
- বালুর ট্রাক
- গভীর রাত