করোনা রোগী ব্যবস্থাপনায় যা করণীয়
করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত পদ্ধতিগুলো বিজ্ঞমহলের নিশ্চয়ই অজানা নয়। একদিকে যেমন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রয়োজন, অন্যদিকে তেমন রোগী শনাক্তকরণ ও তাদের সেবার ব্যবস্থা করা জরুরি। আর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যে সবচেয়ে ভালো পন্থা তা তো সবারই জানা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৌশলগুলো নিজস্ব আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে চিহ্নিতকরণ এবং তার সফল প্রয়োগ জরুরি। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ এবং কার্যকরী পদক্ষেপ হচ্ছে মাস্ক পরা এবং জনসমাগম এড়ানো। এই দুটি কাজ জনগণ ঠিকমতো পালন করলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। আর জনগণ ও প্রশাসন চাইলে এই দুটো কাজ সহজেই করা যায়। কিন্তু অন্যগুলো যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, সঙ্গ-নিরোধ, কোয়ারেন্টাইন ইত্যাদি বাংলাদেশের বাস্তবতায় কতটুকু করা সম্ভব তা নিশ্চয়ই আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি।