বুড়িগঙ্গা নদী খননে দশক পার, ভোগান্তির একশেষ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১৯:৪৮
নদী পুনরুদ্ধারে বুড়িগঙ্গা খননের পর আবার ভরাট হওয়ায় বারবার সমীক্ষা ও খননের চক্করে কেটে গেছে এক দশক তবু শেষ হয়নি প্রকল্পটি। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১০ এর এপ্রিলে শুরু হয় প্রকল্পটি। প্রথম প্রাক্কলনে ৯৪৪ কোটি ৯ লাখ ৭ হাজার টাকা ব্যয় ধরে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হয়েছিল।