স্টেজে গাওয়া মিতা হকের প্রথম গান ‘নাচে ইরানি মেয়ে’

এনটিভি প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১২:৫০

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক জীবনে প্রথম স্টেজে গেয়েছিলেন নজরুলসংগীত। গানটির নাম ‘নাচে ইরানি মেয়ে’। এনটিভির ‘বন্ধু তোমারই খোঁজে’ আয়োজনে অতিথি হয়ে এমন তথ্য জানিয়েছিলেন এই সংগীতশিল্পী।


২০১৬ সালের সেই আয়োজনে মিতা হক বলেছিলেন, “আমার বয়স যখন ছয় বছর, তখন আমি প্রথম স্টেজে গান গেয়েছিলাম। আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হয়েছিল, একটা উঁচু টেবিল দিয়ে তার ওপর আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমি গান গেয়েছিলাম ‘নাচে ইরানি মেয়ে’ নজরুলের গান।”


 



 



 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও