ধোনিকে উপরের দিকে ব্যাট করার বার্তা গাওস্করের

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০৭:৩০

সংযুক্ত আরব আমিরশাহিতে শূন্য হাতে ফেরার পরে এ বারের আইপিএলে প্রথম ম্যাচেই হার। মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর বয়স্ক দলকে নিয়ে চর্চা শুরু হয়ে গেল। সুনীল গাওস্কর বলে দিলেন, ধোনির উচিত ব্যাটিং অর্ডার ঠিক করে সাজানো। সানি এমনও পরামর্শ দিলেন যে ধোনিকে উপরে ব্যাট করতে আসতে হবে। ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে গাওস্কর বলেন, ‘‘আমার মনে হয় ধোনি অনেকটা নীচে নামছে। পাঁচ বা ছয়ে ওর আসা উচিত।’’


অনেককেই অবাক করে দিয়ে ধোনি এ দিন ব্যাট করতে আসেন সাত নম্বরে। যা দেখে গাওস্করের মন্তব্য, ‘‘মাত্র দ্বিতীয় বলেই আউট হয়ে গেল ধোনি। সেটা হতেই পারে। খেলায় এমন হয়ই। কিন্তু এতটা নীচের দিকে এলে ওর উপরে চাপ তৈরি হবে। পাঁচ নম্বরে নামলে অনেক বেশি বল পাবে। তাতে ইনিংসটা সাজাতেও পারবে।’’ যোগ করেন, ‘‘স্যাম কারেন বেশ ভাল খেলল। ওকেও উপরের দিকে তুলে আনার কথা ভাবা যেতে পারে। ধোনিকে কিন্তু ওর ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে।’’ ধোনির পরে আট নম্বরে নেমে স্যাম কারেন ১৫ বলে ৩৪ রান করে যান। মূলত তাঁর ব্যাটিংয়ের জন্যই ১৮৮-৭ তুলতে পারে সিএসকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও