প্রিন্স ফিলিপকে শেষবিদায় জানাতে যুক্তরাজ্যজুড়ে গানস্যালুটের ঘোষণা

এনটিভি যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৩:০০

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিশ্বনেতারা শোক জানিয়েছেন। ৯৯ বছর বয়সে মারা গেছেন প্রিন্স ফিলিপ। ৭৩ বছর সংসার করে গড়েছেন ইতিহাসও। ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বেশি দিন, ৭৩ বছর রয়্যাল কনসোর্ট ছিলেন প্রিন্স ফিলিপ।


প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে যুক্তরাজ্যজুড়ে ফের গানস্যালুট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্ট শহরে, জিব্রাল্টার প্রণালী এবং সমুদ্রে ব্রিটিশ রণতরীগুলোতে গানস্যালুট দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলা ১২টার পর থেকে প্রতি মিনিটে এক রাউন্ড করে গুলি ছোড়া হবে।


 




 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও