You have reached your daily news limit

Please log in to continue


শীতলক্ষ্যায় লঞ্চডুবি : ধাক্কা দেওয়া জাহাজের চালকসহ ৫ জন রিমান্ডে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এসকেএল-৩ কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জনের মধ্যে নাবিক ও চালকসহ পাঁচ আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আদালত অপর ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে আসামিদের মধ্যে পাঁচজনের প্রত্যেকের সাতদিন রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে হাজির করে নৌ থানা পুলিশ। এ সময় আসামিদের সবার পক্ষে জামিন আবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। আদালত শুনানি শেষে আসামিদের ব্যাপারে এ আদেশ দেন।

 

 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন