নতুন এমপিও নীতিমালা প্রসঙ্গে
আমাদের দেশে মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৭ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয় এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর দ্বারা, যা কয়েক বছর পরপর সংশোধন করা হয়।
সর্বশেষ ২৯ মার্চ (২০২১) শিক্ষা মন্ত্রণালয় ১৩ ধরনের স্কুল ও কলেজ এমপিওভুক্তির নীতিমালা জারি করেছে, যেখানে বেশকিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে।
এতে বেশ কয়েকটি প্রশংসনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে আবার কিছু ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা করার অবকাশ রয়েছে। দেশের প্রায় ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও নামের রাষ্ট্রীয় অর্থনৈতিক সুবিধার আওতাভুক্ত। এতে পাঁচ লাখের বেশি শিক্ষক-কর্মচারী সরকারের কাছ থেকে প্রতি মাসে মূল স্কেলের সমান বেতন পান।
- ট্যাগ:
- মতামত
- নীতিমালা
- এমপিও
- শিক্ষা ব্যবস্থা