যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফেরা জলবায়ু কূটনীতিতে নতুন গতি আনবে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করার জন্য দেশে নানা উদ্যোগের সঙ্গে জলবায়ু ট্রাস্ট ফান্ডও গঠন করেছে।
শুক্রবার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু-সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন। খবর বাসসের।