একশ মিলিয়ন মার্কিন নাগরিককে টিকা দেওয়ার পর, সারা বিশ্বে সরবরাহ: জন কেরি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি জানিয়েছেন, একশ মিলিয়ন মার্কিন নাগরিককে করোনা টিকা দেওয়ার পর দেশটি সারা বিশ্বে টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ শুক্রবার দুপুরে জন কেরি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।