![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/09/badhon-kumar-090421-01.jpg/ALTERNATES/w640/badhon-kumar-090421-01.jpg)
নওগাঁয় গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সফাপুর ঘাটে বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে বাঁধন কুমার নামে এই শিশুটির মৃত্যু হয়। ১০ বছরের বাঁধন ওই থানার হামিদপুর গ্রামের শ্যালো মেশিন মিস্ত্রি কাঞ্চন কুমারের ছেলে।