![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F88df7946-f191-46dc-b277-16689162334f%252FMadaripur.jpg%3Frect%3D0%252C51%252C865%252C454%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
খালের মধ্যে স্বামী-স্ত্রীর হাত–পা বাঁধা লাশ
মাদারীপুরের কালকিনি উপজেলায় খালের মধ্য থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা রাজারচর এলাকা থেকে তাঁদের লাশ দুটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া দুজন হলেন মোয়াজ্জেম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৫০)। তাঁদের বাড়ি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকায়। স্বজনদের দাবি, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। স্বামী-স্ত্রীকে একসঙ্গে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুক্তিপণের টাকা না দেওয়ায় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।