কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সহিংসতায় ‘নিহতের’ দায় বিক্ষোভকারীদের: মিয়ানমার সেনাবাহিনী

ইত্তেফাক মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:৫১

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে গণতান্তিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনাকে সামরিক অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়ে পুরো বিশ্বই এর নিন্দা জানিয়েছে। তবে এটিকে ‘অভ্যুত্থান’ নয় বলে দাবি করেছেন মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।


 


জেনারেল জাও মিন তুন বলেন, গত বছর অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনে জালিয়াতির তদন্ত করতে তারা আপাতত দেশকে সুরক্ষা দিচ্ছেন। এ কারণেই ক্ষমতা দখল করা। আর এখন অবধি বিক্ষোভে যারা নিহত হয়েছেন, সেটির জন্য আন্দোলনকারীরা দায়ী। তারা বিক্ষোভ না করলে এত প্রাণহানীর ঘটনা ঘটতো না।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও