কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা কি কৃষিখাত ছুঁয়ে যাবে?

ইত্তেফাক ড. জাহাঙ্গীর আলম প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:২৯

করোনা মহামারির প্রভাবে বিশ্ব এখন টালমাটাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসীকে সবচেয়ে মহাসংকটে ফেলেছে এই জীবনঘাতী রোগ। পৃথিবী জুড়ে ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চল এখন করোনা ভাইরাসে আক্রান্ত। এর প্রকোপে মৃত্যুর মিছিল ক্রমেই বাড়ছে। পাশাপাশি টিকা প্রদান কর্মসূচি সম্প্রসারিত হলেও রোগটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি এখনো। অনেক ক্ষেত্রে ভাইরাসটি এর প্রকৃতি পালটাচ্ছে। কোথাও আরো ভয়ংকর রূপ নিচ্ছে।


দ্রুত আক্রান্ত করছে অসহায় মানবজাতিকে। পৃথিবীর অনেক দেশ করোনা ঠেকাতে এখনো পুরো বা আংশিক লকডাউনে আছে। তাতে গৃহবন্দি বা এলাকাবন্দি অবস্থায় জীবন যাপন করছে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ। করোনার প্রথম ঢেউয়ের পর জীবিকার ধান্দায় লকডাউন শিথিল করা হলেও পরিস্থিতি অবনতির কারণে ফের লকডাউনে চলে গেছে ফ্রান্সসহ আরো অনেক দেশ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত সোমবার ৫ এপ্রিল থেকে এখানেও শুরু হয়েছে লকডাউন। প্রাথমিকভাবে এর মেয়াদ এক সপ্তাহ। শেষের দিকে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে সংক্রমণের মাত্রা অনেক বেড়ে গেছে। মৃত্যুর হারও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই ফের এই লকডাউন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও