
শ্রদ্ধা না করলেও নারীকে অন্তত বাঁচতে দিন
প্রতি বছর ৮ মার্চ এলেই অবধারিতভাবে বিভিন্ন সভা-সমাবেশে আমার ডাক পড়ে। বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন ভাষায় মূলত একই প্রশ্ন নিয়ে আমার সামনে হাজির হয়। যে দেশে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সেই দেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতি কতদূর? সেই সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন নিশ্চিতভাবেই করা হয়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ কতটা নিশ্চিত হলো? নারীর রাজনীতিতে আসার পথের প্রতিবন্ধকতা কী? দলের সব স্তরে ৩৩% নারী সদস্য থাকার যে বাধ্যবাধকতা আরপিওতে করা হয়েছে সেটার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অগ্রগতি কতদূর? ইত্যাদি ইত্যাদি।