হেফাজত : নতুন খোলসে পুরোনো বিষ
হিংসা আর প্রতিহিংসার কাফনে মোড়ানো লুকিয়ে থাকা প্রেতাত্মা হেফাজতে ইসলাম। এটা পুরোনো আত্মা। অতীতের কালসাপ। ঘাপটি মেরে থাকা বিষ। নতুন আঙিকে পুরোনো বিষের রণকৌশল। দ্বিজাতিতত্ত্বের অধর্মীয় সাম্প্রদায়িক বীজ। ভাষা আন্দোলনের অশুভশক্তি। চুয়ান্নের ফতোয়াবাজ। পাকিস্তান রক্ষার বিশুদ্ধ রক্ত। পাকিস্তানি চিন্তা কাঠামোর উকিল। পাকিস্তান মাতা মুসলিম লীগের উত্তরসূরী। ৭১ এর পরাজিত শক্তির একনিষ্ঠ গোষ্ঠীগেয়াতি। রাজাকার আল-বদরের অঙ্গীকারনামা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে