এবার থানায় হামলা চালিয়ে নিয়ে গেছে বন্দীদের
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে হামলা চালিয়ে বন্দীদের নিয়ে পালিয়ে যাওয়ার একদিন পর একই কায়দায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সেখান থেকে আটক অনেককে নিয়ে যায় তারা। পুলিশ স্টেশনটি ইমো রাজ্যের এহিম মাবানো শহরে।
পুলিশের মুখপাত্র অরল্যান্ডো ইকেউকো বলেন, সোমবার বন্দুকধারীরা হামলা চালানোর পর আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি গাড়ি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তিনি এএফপিকে নিশ্চিত করেননি।