![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flach-20210407182930.jpg)
পুত্রবধূর সঙ্গে কলহের জেরে শাশুড়ির আত্মহত্যা
বগুড়ার শেরপুরে পুত্রবধূর সঙ্গে কলহের জেরে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (৭ এপ্রিল) সকালে উপজেলার খামারকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খামারকান্দি গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুনের একমাত্র ছেলে মজনু মিয়ার স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে মনোয়ারা খাতুন মানসিক চাপ সহ্য করতে না পেরে বুধবার সকাল ৯টার দিকে গ্যাস ট্যাবলেট খান।