
লোহাগড়ায় শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
নড়াইলের লোহাগড়ায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় হান্নান মোল্লা নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হান্নান পেশায় কৃষক। আজ বুধবার বেলা দুইটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, ১ এপ্রিল দুপুর ১২টার দিকে শিশুটি হান্নান মোল্লার সবজিখেতে ডাঁটাশাক তুলতে যায়। সেখানে একা পেয়ে হান্নান শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।