![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/04/07/og/170418_bangladesh_pratidin_pakistan.jpg)
ভুয়া আইডি দিয়ে প্রচার চালাচ্ছে পাকিস্তান ও চীন
পাকিস্তান ও চীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে নিজের বিষয়ে ইতিবাচক প্রচারণা চালাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে ফ্রান্সিসকা ম্যারিনো (FRANCESCA MARINO) নামের এক লেখক এ দাবি করেছেন।
৫ এপ্রিল প্রকাশিত ওই লেখায় কুইন্ট ফ্রান্সিসকা ম্যারিনোর পরিচয় দিয়েছে একজন সাংবাদিক ও দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ হিসেবে। ফ্রান্সিসকা ম্যারিনো যৌথভাবে ‘Apocalypse Pakistan’ নামে বই লিখেছেন। সম্প্রতি ‘Balochistan — Bruised, Battered and Bloodied’ নামের আরও একটি বইও প্রকাশিত হয়েছে তার।