![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fashim-20210406184231.jpg)
করোনা আক্রান্ত আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। মঙ্গলবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
তিনি বলেন, অসীম কুমার উকিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন। তার সুস্থতায় সবার কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন অপু উকিল।