![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F0d5b627e-17ec-4b41-81b9-eb109bedfd43%252FDead_Body_2.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আমগাছে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ
রংপুরের তারাগঞ্জে তারা মিয়া (৩০) মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া কবরস্থানের আমগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। তারা মিয়ার বাড়ি কোরানীপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মনছুর আলী।