পাঁচ দিনেও অচলাবস্থা কাটেনি ভোমরা স্থলবন্দরে
দুইবার লেবার বিল দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৫ দিন বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য লোড-আনলোড। এ ক’দিনে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেকার হয়ে পড়েছে বন্দরের প্রায় ৫ হাজার শ্রমিক।
ব্যবসায়ীরা জানান, ভারত থেকে একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে তা ছাড় করানোর সময় লেবার বিল ও রাজস্ব একইসাথে পরিশোধ করতে হয় সরকারি চালানের মাধ্যমে। অপরদিকে লেবারদের বিল পরিশোধ করেন সরকার নিযুক্ত লেবার ঠিকাদার। ঠিকাদার মাস শেষে সরকারের কাছ থেকে ব্যবসায়ীদের দেওয়া নির্ধারিত বিল তুলে নেন। এরপর পণ্য খালাসের সময় আবারও বিল দিতে হয় লেবারদের।