![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcollage-20210406-095322-20210406105822.jpg)
লকডাউনের প্রথম রাতে দৌলতদিয়া দিয়ে পার হলো ১২শ ট্রাক
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে লকডাউনের প্রথম রাতে জরুরি সেবার অ্যাম্বুলেন্স, পচনশীল ও কাঁচামালবাহী ট্রাকসহ ১২২৯ ট্রাক নদী পার হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি এ তথ্য জানায়।