
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু ভারত-ইংল্যান্ড লড়াই হবে ভাবলে ভুল হবে: মইন আলি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ২০:২২
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা ভারত আর ইংল্যান্ডের মধ্যে হবে, এরকম মনে করছেন অনেকেই। কিন্তু মইন আলি একেবারেই তা মানতে নারাজ। ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, অন্য দলগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে।
একটি ওয়েব সাইটে দেওয়া সাক্ষাৎকারে মইন বলেন, ‘‘সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই শুধু ভারত আর ইংল্যান্ডের মধ্যে লড়াই হবে, এরকম ভাবলে ভুল হবে। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে বাদ দেব কী করে? টি-টোয়েন্টি খেলাটাই এমন, যেকোনও দল যেকোনও দলকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশের মতো দলও অত্যন্ত বিপজ্জনক।’’