![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fe777e50e-8ecb-44ac-8add-76bdb7bfb10f%252F169071143_144970447544479_3991332601048694161_n.jpg%3Frect%3D0%252C245%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মেহেরপুরে নির্মাণাধীন ভবন ধসে শ্রমিকের মৃত্যু | প্রথম আলো
মেহেরপুর পৌর শহরের একটি নির্মাণাধীন ভবন ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন চার শ্রমিক। আজ সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম ভনো মিয়া (৫৫)। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মালোপাড়ার হজ্জমালিথার ছেলে মোমিনুল (৩৫), ঘাটপাড়ার ফজর আলীর ছেলে যাদু (৪৫), খানপুরের আশরাফর আলীর ছেলে আজমত (৫৫) ও ফজর মোল্লার ছেলে ফজলু (৪৪)।