বাজারে গিজগিজ করছে মানুষ, দোকানের অর্ধেক ঝাঁপ খোলা | প্রথম আলো
সারা দেশে লকডাউন ঘোষণা করা হলেও দোকানে অর্ধেক ঝাঁপ খোলা রেখে দিব্যি চলছে ব্যবসা। বাজারে গিজগিজ করছে মানুষ। চলছে যানবাহনও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কোনোখানে। এই পরিস্থিতি নীলফামারীর সৈয়দপুর শহরে। আজ সোমবার লকডাউনের প্রথম দিন দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি দোকানকে জরিমানা করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ।
সরেজমিনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ জহরুল হক সড়ক, শহীদ শামসুল হক সড়ক, শের-এ-বাংলা সড়ক, শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কে ব্যাপক যানবাহন চলাচল চোখে পড়ে।