ঝালকাঠি সদরের বাতাসপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮১ হাজার ৮৩০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ রবিবার ভোরে এই অভিযান চালায় র্যাবের বিশেষ দল।
আটককৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চর জব্বার গ্রামের মৃত খুরশীদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪০) এবং চট্টগ্রামের নাসিরাবাদের পলিটেকনিক্যাল ছাফা নগরের মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমদ (৪১)।